প্রকাশিত: Sun, Jan 29, 2023 1:45 PM
আপডেট: Mon, Jan 26, 2026 7:24 AM

ঠিকানা পেয়েছে আশ্রয়ণ প্রকল্পে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছে ইভা

সালেহ্ বিপ্লব: মেধাবী ছাত্রী ইকরা আক্তার ইভা, বাড়ি পঞ্চপড়েরর তেঁতুলিয়ায়।  পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য জেলা প্রশাসক তাকে একটি বাইসাইকেল উপহার দিয়েছেন। পরম আনন্দে সাইকেল চালিয়ে স্কুলে যায়, আর আশ্রয়ণ প্রকল্পের ঝকঝকে ঘরে মন দিয়ে পড়ালেখা করে। অথচ কয়েক মাস আগেও এই সুন্দর জীবনটা অকল্পনীয় ছিলো ইভা ও তার পরিবারের কাছে। বাসস 

ইভার বাবা মো. ইলিয়াস গাজীপুরে একটি টাইলস কারখানায় কাজ করতেন। তার আয় এতোটাই কম ছিলো, তিন সদস্যের পরিবারটির ভালোভাবে জীবনযাপনের সুযোগ হতো না। থাকতে হতো ঘিঞ্জি পরিবেশে, খেয়েপরে কোনো রকমে দিন কাটতো। তবে শত অভাবের মধ্যেও মেয়ের লেখাপড়া চালিয়ে গেছেন ইলিয়াস।

এই পরিবারটি গত বছর বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডল পাড়া (মনিকু) এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পে একটি বাড়ি পেয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার বদলে দিয়েছে তাদের জীবন। মাথা গোঁজার নিরাপদ আশ্রয়, রয়েছে কৃষিকাজের সুযোগ, যেখান থেকে দু’পয়সা আয়ও আসছে।

ইভার বাড়ি গিয়ে দেখা যায়, সে তার মা লাভলী আক্তারের সঙ্গে বাড়ির সবজি বাগান পরিচর্যা করছে। তার বাবাকেও তাদেরকে সাহায্য করতে দেখা যায়।

এই নতুন জীবন নিয়ে অনেক আনন্দ, অনেক উচ্ছ্বাস ষষ্ঠ শ্রেণির এই শিক্ষার্থীর। প্রতিক্রিয়া জানতে চাইলে ইভা বলেছে, স্থায়ী আবাস না থাকায় বাধ্য হয়ে আমরা বিভিন্ন ভাড়া বাড়িতে থাকতাম। বার বার বাড়ি বদলের কারণে আমার পড়াশোনায় বিঘ্ন ঘটতো। পড়ায় মন দিতে পারতাম না। এখন আমি শিক্ষার উপযুক্ত পরিবেশ পেয়েছি। মন দিয়ে পড়াশোনা করছি। এখন আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি। আমি বিশ্বাস করি, আমার স্বপ্ন একদিন সত্য হবে। 

ইভার পরিবারের মতো আরো ৩৭টি ভূমিহীন পরিবার মন্ডল পাড়া আশ্রয়ণ-২ প্রকল্পে  বাড়ি পেয়েছে। প্রতিটি বাড়ি দুই শতাংশ জমির ওপর নির্মিত। কংক্রিটে তৈরি এসব বাড়িতে দুটি করে রুম। এছাড়াও রয়েছে রান্নাঘর, বাথরুম ও একটি বারান্দা। 

এ প্রসঙ্গে আলাপকালে পঞ্চগড়ের জেলা প্রশাসক আশ্রয়ণ প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।  তিনি জানান, পঞ্চগড় জেলাকে ২০২২ সালের ২১ জুলাই ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ